প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আ/গুন, ভোগান্তিতে যাত্রীরাা
||
পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের মাধনগর রেলস্টেশনে পৌঁছালে একটি বগির নিচে চাকার কাছে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।স্থানীয় এলাকাবাসী বিল্লু সরদার, রুবেল হোসেন, মুনির আরিন্দা, সাজু সরদার ও সাইদুল ইসলাম জানান, ট্রেনটি মাধনগর স্টেশনে প্রবেশ করার সময় হঠাৎ চাকার কাছে আগুন ধরে যায় এবং ধোঁয়া উঠতে থাকে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামতের কাজ শুরু করে।মাধনগর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস বিকেল ৪টার দিকে স্টেশনে প্রবেশ করে। এ সময় ট্রেনের পরিচালক জানান, দ্রুতগতিতে চালালে একটি বগিতে আগুন ধরে যাচ্ছে। পরবর্তীতে ত্রুটিযুক্ত বগিটি আলাদা করে রেখে দেওয়া হয়। পরে প্রায় তিন ঘণ্টা বিলম্বে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।
কপিরাইট © ২০২৫ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত