প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫
গুরুদাসপুরে রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধনা
নাইম ইসলাম,, গুরুদাসপুর: ||
নাটোরের গুরুদাসপুরে ১ কিলোমিটার রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনের দাবিতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহারাজপুর এলাকায় হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার শতশত মানুষ অংশগ্রহণ করেন। মহারাজপুর রাস্তায় বৃষ্টির পানির জলাবদ্ধতায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে আছেন চলাচলকারী হাজার হাজার বাসিন্দা। এ সমস্যার দ্রুত সমাধান দাবি করেন ভুক্তভোগী গ্রামবাসী।মানববন্ধনে বক্তব্যে রাখেন চাপিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বলেন,সামান্য বৃষ্টি হলে পড়তে হয় চরম দুভোগে, পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় এদিকে রাস্তা আছে বলে মনে হয় না,উপজেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত পানির নিষ্কাশন এর ব্যবস্থা করার জোর দাবি জানান তিনি। বিশিষ্ট ব্যবসায়ী তাজ আহমেদ, আনোয়ার হোসেনসহ অনেকেই বলেন,এই রাস্তা দিয়ে প্রায় ১০ গ্রামের মানুষের চলাচল এ রাস্তা পানিবন্দি অবস্থা থাকায় স্কুল শিক্ষার্থীরা সহ অন্যান্য শ্রেনী পেশার মানুষ পড়েছে চরম দুর্ভোগে । উপজেলার মহারাজপুর গ্রামের এটি মূল সড়ক পানির নিচে তলিয়ে আছে, দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট দাবি জানান গ্রামবাসী।
কপিরাইট © ২০২৫ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত