প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫
ছয় দফা দাবিতে শাহজাদপুরে হেলথ অ্যাসিস্ট্যান্টদের কর্মবিরতি অব্যাহতা
মাসুম হোসেন অন্ত, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ||
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা টানা ছয় দিন ধরে কর্মবিরতি পালন করছেন।নিয়োগবিধি সংশোধনসহ ছয় দফা দাবিতে সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মবিরতি পালন করেন তারা।কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিলারা জাহান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, এইচ.এ. রওশন আলম, মামুন মোস্তফা প্রমুখ।বক্তারা বলেন, আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। তারা আরও বলেন, নিয়োগবিধি সংশোধন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও ১৪তম গ্রেডসহ ছয় দফা দাবি সরকারকে দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।
কপিরাইট © ২০২৫ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত