প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫
নাহিদ ইসলামদের ভুলের খেসারত জাতিকে দিতে হচ্ছে, বললেন রাশেদ খানা
খোলা বার্তা ডেস্ক: ||
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অনেক সদস্য তাদের পদের জন্য উপযুক্ত নন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি দাবি করেন, যারা পূর্বে শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক ছিলেন, তাদের অনেকেই পরবর্তীতে উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন।সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে রাশেদ খান এসব কথা বলেন। তিনি বলেন, "উপদেষ্টা পরিষদে যারা আছেন, তাদের অনেককে আমি ২০১৮ সাল থেকে চিনি। ফ্যাসিবাদবিরোধী অনেক কর্মসূচিতে তাদের আমন্ত্রণ জানানো হলেও তারা কখনো আসেননি। অর্থাৎ, তারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে চাইতেন না। আমি অবাক হয়েছি যে এই ব্যক্তিরা পরবর্তীতে উপদেষ্টা হয়ে গেলেন।"রাশেদ খান জানান, এই বিষয়টি নিয়ে তিনি সেই সময় উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি এবং এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বহুবার কথা বলেছেন। তিনি বলেন, "নাহিদ ইসলামরা তাদের পছন্দ করে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করলেন। আর এখন বলছেন, তারা জাতির সঙ্গে গাদ্দারি করেছেন। তাহলে এর দায়ভার কার? অর্থাৎ, নাহিদ ইসলামরা যে ভুলটি করেছেন, সেই ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে।"রাশেদ খান আরও যোগ করেন, "সারা বছর ধরে সংস্কার এবং বিচারের ট্যাবলেট খাওয়ানো হলো। দিনশেষে কি আদৌ কোনো সংস্কার বা বিচার হয়েছে? দিনশেষে নির্বাচনের ট্যাবলেট খেতে হলো।" এই মন্তব্যের মাধ্যমে তিনি অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন।
কপিরাইট © ২০২৫ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত