প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫
রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতা
খোলা বার্তা ডেস্ক: ||
সিরাজগঞ্জের রায়গঞ্জে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রবীণ শিক্ষক, ইউনিয়ন সমাজকর্মী, প্রবীণ ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।আলোচনা সভায় প্রবীণদের সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান তুলে ধরা হয়। পাশাপাশি তাদের কল্যাণে রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কপিরাইট © ২০২৫ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত