ঢাকা    মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
খোলা বার্তা

দিল্লি মেট্রোতে ফের ‘রেসলিং’, মারামারির ভিডিও ভাইরাল



দিল্লি মেট্রোতে ফের ‘রেসলিং’, মারামারির ভিডিও ভাইরাল

ভারতের দিল্লিতে মেট্রোর একটি কোচ ফের ‘রেসলিংয়ের মাঠে’ পরিণত হয়েছে। কথা কাটাকাটির জেরে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতি শুরু হওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যাত্রীতে ঠাসা মেট্রোর কামরার মধ্যে দুই ব্যক্তি প্রথমে ধাক্কাধাক্কি এবং তারপর কিল-ঘুষি ও লাথি শুরু করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সহযাত্রীর দ্বারা ধারণ করা ২৩ সেকেন্ডের এই ভিডিওটি ‘ঘর কে কলেশ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট (পূর্বে টুইটার) থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তির মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় এবং দ্রুত তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। তারা একে অপরকে ধাক্কা দেয় ও আঘাত করতে থাকে।

মারামারির এক পর্যায়ে একজন ব্যক্তি দরজার কাছে পড়ে যান এবং অন্যজনকে গালাগালি না করার জন্য চিৎকার করেন। পরিস্থিতি দ্রুত খারাপ হতে দেখে আশপাশে থাকা অন্য যাত্রীরা সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন এবং তাদের থামানোর চেষ্টা করেন।

সর্বশেষ খবর অনুযায়ী, ভিডিওটি আড়াই লাখের বেশি বার দেখা হয়েছে এবং শত শত মন্তব্য জমা পড়েছে। ব্যবহারকারীদের একাংশ এটিকে দিল্লি মেট্রোর ‘নিয়মিত ঘটনা’ বলে উল্লেখ করেছেন। আবার অনেকে পরিস্থিতিকে হালকাভাবে নিয়ে মজা করেছেন।


একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘দিল্লি মেট্রোতে খুবই স্বাভাবিক একটি দিন’। অন্য একজন যোগ করেছেন, ‘দিল্লি মেট্রো একটা অন্যরকম ভাইব। এখানে প্রতিদিন কিছু না কিছু অঘটন ঘটে।’

তৃতীয় একজন লিখেছেন, ‘মানুষের মধ্যে মানবতা ক্রমশ কমছে। তারা অসভ্যতার যুগে প্রবেশ করছে।’ আরেকজন রসিকতা করে বলেছেন, ‘আমি খুব দুঃখিত যে আমি এখনও দিল্লি মেট্রোতে ভ্রমণ করে এমন একটি ঘটনারও সাক্ষী হতে পারিনি। আশা করি একদিন হবে।’

উল্লেখ্য, গত আগস্টেও দিল্লি মেট্রোর কামরার ভিতরে বসার জায়গা নিয়ে দুই নারীর মধ্যে মারামারির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। কথা কাটাকাটি শুরু হওয়ার পর তা চুল টানা, থাপ্পড় ও ঘুষিতে গড়ায়। একপর্যায়ে নারীরা কুস্তি লড়ে প্রায় আসনের ওপর পড়ে যাচ্ছিলেন, আর সেই দৃশ্য এক সহযাত্রী ক্যামেরাবন্দী করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫


দিল্লি মেট্রোতে ফের ‘রেসলিং’, মারামারির ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫

featured Image

ভারতের দিল্লিতে মেট্রোর একটি কোচ ফের ‘রেসলিংয়ের মাঠে’ পরিণত হয়েছে। কথা কাটাকাটির জেরে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতি শুরু হওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যাত্রীতে ঠাসা মেট্রোর কামরার মধ্যে দুই ব্যক্তি প্রথমে ধাক্কাধাক্কি এবং তারপর কিল-ঘুষি ও লাথি শুরু করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সহযাত্রীর দ্বারা ধারণ করা ২৩ সেকেন্ডের এই ভিডিওটি ‘ঘর কে কলেশ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট (পূর্বে টুইটার) থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তির মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় এবং দ্রুত তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। তারা একে অপরকে ধাক্কা দেয় ও আঘাত করতে থাকে।

মারামারির এক পর্যায়ে একজন ব্যক্তি দরজার কাছে পড়ে যান এবং অন্যজনকে গালাগালি না করার জন্য চিৎকার করেন। পরিস্থিতি দ্রুত খারাপ হতে দেখে আশপাশে থাকা অন্য যাত্রীরা সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন এবং তাদের থামানোর চেষ্টা করেন।

সর্বশেষ খবর অনুযায়ী, ভিডিওটি আড়াই লাখের বেশি বার দেখা হয়েছে এবং শত শত মন্তব্য জমা পড়েছে। ব্যবহারকারীদের একাংশ এটিকে দিল্লি মেট্রোর ‘নিয়মিত ঘটনা’ বলে উল্লেখ করেছেন। আবার অনেকে পরিস্থিতিকে হালকাভাবে নিয়ে মজা করেছেন।


একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘দিল্লি মেট্রোতে খুবই স্বাভাবিক একটি দিন’। অন্য একজন যোগ করেছেন, ‘দিল্লি মেট্রো একটা অন্যরকম ভাইব। এখানে প্রতিদিন কিছু না কিছু অঘটন ঘটে।’

তৃতীয় একজন লিখেছেন, ‘মানুষের মধ্যে মানবতা ক্রমশ কমছে। তারা অসভ্যতার যুগে প্রবেশ করছে।’ আরেকজন রসিকতা করে বলেছেন, ‘আমি খুব দুঃখিত যে আমি এখনও দিল্লি মেট্রোতে ভ্রমণ করে এমন একটি ঘটনারও সাক্ষী হতে পারিনি। আশা করি একদিন হবে।’

উল্লেখ্য, গত আগস্টেও দিল্লি মেট্রোর কামরার ভিতরে বসার জায়গা নিয়ে দুই নারীর মধ্যে মারামারির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। কথা কাটাকাটি শুরু হওয়ার পর তা চুল টানা, থাপ্পড় ও ঘুষিতে গড়ায়। একপর্যায়ে নারীরা কুস্তি লড়ে প্রায় আসনের ওপর পড়ে যাচ্ছিলেন, আর সেই দৃশ্য এক সহযাত্রী ক্যামেরাবন্দী করেন।


খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : দীপক কুমার কর
নির্বাহী সম্পাদক : সাইদুল ইসলাম আবির।
মোবাইল: ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৫ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত