ঢাকা    মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
খোলা বার্তা

ইসমাইলের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন পরীমণি!



ইসমাইলের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন পরীমণি!

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের বেশ কিছু কথা বলে আবারও আলোচনায় এসেছেন। সেখানেই তিনি স্বীকার করেছেন যে, খালাতো ভাই ইসমাইল তার 'সৎস্বামী' ছিলেন।

অনুষ্ঠানে পরীমণিকে প্রশ্ন করা হয়, তিনি কি সিঙ্গেল? উত্তরে তিনি বলেন, ‘না।’ কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে পরীমণির জবাব ছিল, ‘জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’ কেন বিশ্বাস করবে না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

মোট কতবার বিয়ে করেছেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একবার’। সঞ্চালক শরীফুল রাজের কথা বললে, বাকি বিয়ের গুঞ্জন কেন শোনা যায় জানতে চাইলে পরীমণি রসিকতা করে বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরীফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’


অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমণি—গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। ইসমাইলের সঙ্গে পরীমণির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।

ইসমাইল কি তোমার স্বামী ছিলেন—এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ এরপর সঞ্চালক জানতে চান, তিনি কতবার বিয়ে করতে চান? জবাবে পরীমণি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫


ইসমাইলের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন পরীমণি!

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫

featured Image

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের বেশ কিছু কথা বলে আবারও আলোচনায় এসেছেন। সেখানেই তিনি স্বীকার করেছেন যে, খালাতো ভাই ইসমাইল তার 'সৎস্বামী' ছিলেন।

অনুষ্ঠানে পরীমণিকে প্রশ্ন করা হয়, তিনি কি সিঙ্গেল? উত্তরে তিনি বলেন, ‘না।’ কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে পরীমণির জবাব ছিল, ‘জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’ কেন বিশ্বাস করবে না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

মোট কতবার বিয়ে করেছেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একবার’। সঞ্চালক শরীফুল রাজের কথা বললে, বাকি বিয়ের গুঞ্জন কেন শোনা যায় জানতে চাইলে পরীমণি রসিকতা করে বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরীফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’


অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমণি—গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। ইসমাইলের সঙ্গে পরীমণির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।

ইসমাইল কি তোমার স্বামী ছিলেন—এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ এরপর সঞ্চালক জানতে চান, তিনি কতবার বিয়ে করতে চান? জবাবে পরীমণি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’


খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : দীপক কুমার কর
নির্বাহী সম্পাদক : সাইদুল ইসলাম আবির।
মোবাইল: ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৫ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত