মানবাধিকার কর্মী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে এখনও গুম ও হত্যার হুমকি দিচ্ছে স্থানীয় এক সন্ত্রাসী চক্র। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সময় হামলা, চাঁদাবাজি, ভুয়া মামলা ও সাইবার হামলার শিকার হচ্ছেন।
শুভ্র জানান, ২০১৭ সাল থেকে নিজের নিরাপত্তার জন্য একাধিক জিডি করলেও তা তার জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিভিন্ন সময় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়, ছুরিকাঘাত করে আহত করে এবং ভুয়া মামলার মাধ্যমে হয়রানি করে। এমনকি তার অফিসিয়াল নাম্বারে ফোন ও এসএমএসের মাধ্যমে জীবননাশের হুমকি দেয়া হচ্ছে।
এ ঘটনায় তিনি একাধিক মামলা দায়ের করেছেন। এসব মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ একাধিক আসামির নাম উল্লেখ আছে। বর্তমানে মামলাগুলো আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন।
জাতীয় মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক জানান, শুভ্র একজন সাহসী সাংবাদিক। অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি করায় তিনি হামলা ও হুমকির শিকার হচ্ছেন। সাংবাদিক সমাজ দ্রুত আসামিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, শুভ্রর অভিযোগে একাধিক মামলা নেয়া হয়েছে, আসামিদের গ্রেফতারে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করছে।
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫
মানবাধিকার কর্মী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে এখনও গুম ও হত্যার হুমকি দিচ্ছে স্থানীয় এক সন্ত্রাসী চক্র। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সময় হামলা, চাঁদাবাজি, ভুয়া মামলা ও সাইবার হামলার শিকার হচ্ছেন।
শুভ্র জানান, ২০১৭ সাল থেকে নিজের নিরাপত্তার জন্য একাধিক জিডি করলেও তা তার জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিভিন্ন সময় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়, ছুরিকাঘাত করে আহত করে এবং ভুয়া মামলার মাধ্যমে হয়রানি করে। এমনকি তার অফিসিয়াল নাম্বারে ফোন ও এসএমএসের মাধ্যমে জীবননাশের হুমকি দেয়া হচ্ছে।
এ ঘটনায় তিনি একাধিক মামলা দায়ের করেছেন। এসব মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ একাধিক আসামির নাম উল্লেখ আছে। বর্তমানে মামলাগুলো আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন।
জাতীয় মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক জানান, শুভ্র একজন সাহসী সাংবাদিক। অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি করায় তিনি হামলা ও হুমকির শিকার হচ্ছেন। সাংবাদিক সমাজ দ্রুত আসামিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, শুভ্রর অভিযোগে একাধিক মামলা নেয়া হয়েছে, আসামিদের গ্রেফতারে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করছে।
আপনার মতামত লিখুন