ঢাকা    মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
খোলা বার্তা

গ্রামবাসীর অর্থ ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার


প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গ্রামবাসীর অর্থ ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজস্ব অর্থায়নের রাস্তা সংস্কারের কাজ করেছেন গ্রামবাসী। গত কয়েক মাসের অবিরাম বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় গ্রামবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছিল। এ দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ শুরু করেছেন গ্রামবাসী ।

জানা যায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের শেষ প্রান্ত জামতৈল গ্রাম। এ গ্রামে সহস্রাধিক লোকের বসবাস। গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দীর্ঘদিন থেকে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এ গ্রাম।

এ গ্রামে এক ইঞ্চিও পাকা রাস্তা নেই। উপজেলার শেষ গ্রাম হওয়ায় যুগ যুগ থেকে তারা যোগাযোগ ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত। ধামাইনগর থেকে রায়গঞ্জ উপজেলা পাকা সড়কের সাথে সংযোগের জন্য দীর্ঘদিন পূর্বে একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিপূর্ণ হয়ে যায়।


এদিকে গ্রামের ভেতরের রাস্তার অবস্থা আরও জটিল। বৃষ্টি হলেই জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। গ্রামবাসী তাদের গবাদি পশু মাঠে নামাতে পারে না। কোন রোগীকেও চিকিৎসা কেন্দ্রে নিতে পারে না। বিশেষ করে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়।


গ্রামবাসীর অভিযোগ, তারা বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেও কেউ তাদের এ দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ না নেয়ায় অবশেষে গ্রামবাসীরা নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কজ করছেন।

জামতৈল গ্রামের বাসিন্দা রাশেদুল হাসান বলেন, আমরা দীর্ঘদিন থেকে যোগাযোগ সুবিধা বঞ্চিত রয়েছি। বিগত সরকারের আমলে আমাদের গ্রামের এ রাস্তার কোন কাজ করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। 

বাধ্য হয়ে গ্রামবাসীদের মধ্যে রিকশা চালক মো. আইয়ুব আলী, আব্দুল মান্নান মজিবর উদ্দিন, সোরহাব আলী, ইউসুফ আলী, শাহাদাত হোসেন, মোফাজ্জল হোসেনের নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ করা হয়েছে। আমরাও সেখানে সহযোগিতা করছি। সচেতন মহলেরা বলছেন, গ্রামবাসী যে কাজটি করেছেন এটা প্রশংসার যোগ্য। আমরা তাদেরকে সাধুবাদ জানাই।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫


গ্রামবাসীর অর্থ ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজস্ব অর্থায়নের রাস্তা সংস্কারের কাজ করেছেন গ্রামবাসী। গত কয়েক মাসের অবিরাম বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় গ্রামবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছিল। এ দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ শুরু করেছেন গ্রামবাসী ।

জানা যায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের শেষ প্রান্ত জামতৈল গ্রাম। এ গ্রামে সহস্রাধিক লোকের বসবাস। গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দীর্ঘদিন থেকে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এ গ্রাম।

এ গ্রামে এক ইঞ্চিও পাকা রাস্তা নেই। উপজেলার শেষ গ্রাম হওয়ায় যুগ যুগ থেকে তারা যোগাযোগ ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত। ধামাইনগর থেকে রায়গঞ্জ উপজেলা পাকা সড়কের সাথে সংযোগের জন্য দীর্ঘদিন পূর্বে একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিপূর্ণ হয়ে যায়।


এদিকে গ্রামের ভেতরের রাস্তার অবস্থা আরও জটিল। বৃষ্টি হলেই জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। গ্রামবাসী তাদের গবাদি পশু মাঠে নামাতে পারে না। কোন রোগীকেও চিকিৎসা কেন্দ্রে নিতে পারে না। বিশেষ করে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়।


গ্রামবাসীর অভিযোগ, তারা বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেও কেউ তাদের এ দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ না নেয়ায় অবশেষে গ্রামবাসীরা নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কজ করছেন।

জামতৈল গ্রামের বাসিন্দা রাশেদুল হাসান বলেন, আমরা দীর্ঘদিন থেকে যোগাযোগ সুবিধা বঞ্চিত রয়েছি। বিগত সরকারের আমলে আমাদের গ্রামের এ রাস্তার কোন কাজ করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। 

বাধ্য হয়ে গ্রামবাসীদের মধ্যে রিকশা চালক মো. আইয়ুব আলী, আব্দুল মান্নান মজিবর উদ্দিন, সোরহাব আলী, ইউসুফ আলী, শাহাদাত হোসেন, মোফাজ্জল হোসেনের নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ করা হয়েছে। আমরাও সেখানে সহযোগিতা করছি। সচেতন মহলেরা বলছেন, গ্রামবাসী যে কাজটি করেছেন এটা প্রশংসার যোগ্য। আমরা তাদেরকে সাধুবাদ জানাই।


খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : দীপক কুমার কর
নির্বাহী সম্পাদক : সাইদুল ইসলাম আবির।
মোবাইল: ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৫ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত