ঢাকা    মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
খোলা বার্তা

জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু



জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খালিদ মুসাব্বির (২৮) নামে এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ মুসাব্বির মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি হাটবাকইল মসজিদে ইমামতি করার উদ্দেশ্যে মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। পথে হামিদপুর এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সংঘর্ষের তীব্রতায় মুসাব্বির গুরুতর মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় বাসের চালক পালিয়ে যায়। তবে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫


জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খালিদ মুসাব্বির (২৮) নামে এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ মুসাব্বির মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি হাটবাকইল মসজিদে ইমামতি করার উদ্দেশ্যে মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। পথে হামিদপুর এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সংঘর্ষের তীব্রতায় মুসাব্বির গুরুতর মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় বাসের চালক পালিয়ে যায়। তবে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।


খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : দীপক কুমার কর
নির্বাহী সম্পাদক : সাইদুল ইসলাম আবির।
মোবাইল: ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৫ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত