ঢাকা    বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
খোলা বার্তা

বহু প্রতীক্ষার অবসান: ধামাইচ সড়ক পাকাকরণের আশ্বাস দিলেন ইউএনও ‎



বহু প্রতীক্ষার অবসান: ধামাইচ সড়ক পাকাকরণের আশ্বাস দিলেন ইউএনও ‎

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধামাইচ বাজারের পূর্ব পাশ হইতে আমির মেকারের বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা সড়কটি পাকাকরণের দাবিতে এলাকাবাসীর বহুদিনের আকাঙ্ক্ষা পূরণের দ্বারপ্রান্তে উপনীত হইয়াছে। এ বিষয়ে জননেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান মহোদয়ার সঙ্গে এলাকাবাসীর প্রতিনিধি দল সাক্ষাৎ করিয়া সমস্যার সমাধানের অনুরোধ জানাইয়াছেন।

‎স্থানীয় বাসিন্দাগণ জানান, ধামাইচ বাজারের পূর্ব দিক হইতে আমির মেকারের বাড়ি পর্যন্ত সড়কটি বহু বছর ধরিয়া কাঁচা অবস্থায় বিদ্যমান। বর্ষাকালে সড়কটি কর্দমাক্ত ও জলাবদ্ধ হইয়া চলাচলের অনুপযোগী হইয়া পড়ে। ফলস্বরূপ, শিক্ষার্থীসহ সাধারণ পথচারী এবং ব্যবসায়ীগণকে যাতায়াত ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ সহ্য করিতে হয়।

‎এলাকাবাসীর প্রতিনিধিগণ আরও জানান, সম্প্রতি তাঁহারা জননেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান মহোদয়ার নিকট সরাসরি উপস্থিত হইয়া দুরবস্থার কথা অবহিত করিয়াছেন। ইউএনও মহোদয়া মনোযোগসহকারে সমস্যার কথা শুনিয়া অতি শীঘ্র কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করিয়াছেন।

‎এলাকাবাসীর প্রত্যাশা, কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের মাধ্যমে সড়কটি যদি পাকাকরণ করা যায়, তবে শুধু যাতায়াতের সুবিধাই বৃদ্ধি পাইবে না, ধামাইচ বাজারসংলগ্ন এলাকার ব্যবসা-বাণিজ্য প্রসারিত হইবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতও হবে অধিকতর সহজ ও নিরাপদ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৮ অক্টোবর ২০২৫


বহু প্রতীক্ষার অবসান: ধামাইচ সড়ক পাকাকরণের আশ্বাস দিলেন ইউএনও ‎

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

featured Image

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধামাইচ বাজারের পূর্ব পাশ হইতে আমির মেকারের বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা সড়কটি পাকাকরণের দাবিতে এলাকাবাসীর বহুদিনের আকাঙ্ক্ষা পূরণের দ্বারপ্রান্তে উপনীত হইয়াছে। এ বিষয়ে জননেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান মহোদয়ার সঙ্গে এলাকাবাসীর প্রতিনিধি দল সাক্ষাৎ করিয়া সমস্যার সমাধানের অনুরোধ জানাইয়াছেন।

‎স্থানীয় বাসিন্দাগণ জানান, ধামাইচ বাজারের পূর্ব দিক হইতে আমির মেকারের বাড়ি পর্যন্ত সড়কটি বহু বছর ধরিয়া কাঁচা অবস্থায় বিদ্যমান। বর্ষাকালে সড়কটি কর্দমাক্ত ও জলাবদ্ধ হইয়া চলাচলের অনুপযোগী হইয়া পড়ে। ফলস্বরূপ, শিক্ষার্থীসহ সাধারণ পথচারী এবং ব্যবসায়ীগণকে যাতায়াত ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ সহ্য করিতে হয়।

‎এলাকাবাসীর প্রতিনিধিগণ আরও জানান, সম্প্রতি তাঁহারা জননেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান মহোদয়ার নিকট সরাসরি উপস্থিত হইয়া দুরবস্থার কথা অবহিত করিয়াছেন। ইউএনও মহোদয়া মনোযোগসহকারে সমস্যার কথা শুনিয়া অতি শীঘ্র কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করিয়াছেন।

‎এলাকাবাসীর প্রত্যাশা, কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের মাধ্যমে সড়কটি যদি পাকাকরণ করা যায়, তবে শুধু যাতায়াতের সুবিধাই বৃদ্ধি পাইবে না, ধামাইচ বাজারসংলগ্ন এলাকার ব্যবসা-বাণিজ্য প্রসারিত হইবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতও হবে অধিকতর সহজ ও নিরাপদ।


খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : দীপক কুমার কর
নির্বাহী সম্পাদক : সাইদুল ইসলাম আবির।
মোবাইল: ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৫ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত