ঢাকা    মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
খোলা বার্তা

রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত



রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে হিন্দু ধর্মালম্বীদের পাশাপশি সেবা নিচ্ছেন মুসলমান বাসিন্দারাও

সিরাজগঞ্জের রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ধুবিল মেহমানশাহী কেন্দ্রীয় শ্রীশ্রী কালীমাতা মন্দির চত্বরে বন্ধু সংঘের আয়োজনে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে বিকেল ৫টা পর্যন্ত স্থানীয়রা বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করেছেন।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মানবিক চিকিৎসক ও এলাকার কৃতি সন্তান ডাঃ স্বপন কুমার (এমবিবিএস) এবং বিপ্লব কুমার সরকার দয়াল (ডেন্টিস্ট)।

এসময় প্রায় ৫’শতাধিক রোগীকে পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয়দের স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করা হয়েছে।

মন্দির কমিটির সভাপতি ও আয়োজকরা জানান, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং শারদীয় উৎসবের আনন্দে স্থানীয়দের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই মূল লক্ষ্য। তারা আশা করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়মিত চালানো হবে।

স্থানীয়রা জানিয়েছেন, ক্যাম্পের মাধ্যমে বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া একটি বড় সহায়তা হয়েছে। অনেকেই বলেন, “স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিনামূল্যে পাওয়ায় আমাদের জন্য বড় সহায়তা হলো।”

ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে এক নারী বলেন, “আমাদের পাড়ার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমতো ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলে অর্থাভাবে ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারে আসবে।”


আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫


রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ধুবিল মেহমানশাহী কেন্দ্রীয় শ্রীশ্রী কালীমাতা মন্দির চত্বরে বন্ধু সংঘের আয়োজনে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে বিকেল ৫টা পর্যন্ত স্থানীয়রা বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করেছেন।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মানবিক চিকিৎসক ও এলাকার কৃতি সন্তান ডাঃ স্বপন কুমার (এমবিবিএস) এবং বিপ্লব কুমার সরকার দয়াল (ডেন্টিস্ট)।

এসময় প্রায় ৫’শতাধিক রোগীকে পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয়দের স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করা হয়েছে।

মন্দির কমিটির সভাপতি ও আয়োজকরা জানান, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং শারদীয় উৎসবের আনন্দে স্থানীয়দের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই মূল লক্ষ্য। তারা আশা করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়মিত চালানো হবে।

স্থানীয়রা জানিয়েছেন, ক্যাম্পের মাধ্যমে বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া একটি বড় সহায়তা হয়েছে। অনেকেই বলেন, “স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিনামূল্যে পাওয়ায় আমাদের জন্য বড় সহায়তা হলো।”

ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে এক নারী বলেন, “আমাদের পাড়ার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমতো ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলে অর্থাভাবে ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারে আসবে।”



খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : দীপক কুমার কর
নির্বাহী সম্পাদক : সাইদুল ইসলাম আবির।
মোবাইল: ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৫ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত