ঢাকা    মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
খোলা বার্তা

শিবগঞ্জে পুলিশের কাছ থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল এলাকাবাসী



শিবগঞ্জে পুলিশের কাছ থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল এলাকাবাসী

বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় রিজ্জাকুল ইসলাম রাজু নামে এক আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী। শনিবার (৪ অক্টোবর, ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভা এলাকার চকভোলাখাঁ গ্রামে এই ঘটনা ঘটে।

রিজ্জাকুল ইসলাম রাজু চকভোলাখাঁ গ্রামের বদর উদ্দিন বদরের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। সেইসঙ্গে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামি রিজ্জাকুল ইসলাম রাজু তার বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে। পরে হাতে হাতকড়া পরিয়ে থানায় আনার সময় ওই গ্রামের বিক্ষুব্ধ নারীরা পুলিশের চোখেমুখে কাঁদা ছোড়ে এবং পুলিশের সাথে ধস্তাধস্তি করে রাজুকে ছিনিয়ে নেয়।

শিবগঞ্জ থানার এসআই মামুন বলেন, "থানা থেকে আমিসহ ৫ জন এসআই গিয়ে আসামি রাজুকে গ্রেপ্তার করি। এসময় অনেকগুলো নারীরা আমাদের চোখেমুখে কাঁদা ছোড়ে এবং আমাদের সাথে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেন।"

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান খোলাবার্তাকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার চকভোলাখাঁ গ্রামে গিয়ে রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে। পরে হাতে হাতকড়া পরিয়ে থানায় আনার সময় গ্রামের নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুকে ছিনিয়ে নিয়ে যায়।"

তিনি আরও বলেন, "রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ভাঙচুরসহ রাজনৈতিক একাধিক মামলা রয়েছে। ঘটনার পরপরই পুলিশ রাজুকে গ্রেপ্তার ও হ্যান্ডকাফ উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত আটক বা উদ্ধার করা সম্ভব হয়নি।"

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫


শিবগঞ্জে পুলিশের কাছ থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫

featured Image

বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় রিজ্জাকুল ইসলাম রাজু নামে এক আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী। শনিবার (৪ অক্টোবর, ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভা এলাকার চকভোলাখাঁ গ্রামে এই ঘটনা ঘটে।

রিজ্জাকুল ইসলাম রাজু চকভোলাখাঁ গ্রামের বদর উদ্দিন বদরের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। সেইসঙ্গে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামি রিজ্জাকুল ইসলাম রাজু তার বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে। পরে হাতে হাতকড়া পরিয়ে থানায় আনার সময় ওই গ্রামের বিক্ষুব্ধ নারীরা পুলিশের চোখেমুখে কাঁদা ছোড়ে এবং পুলিশের সাথে ধস্তাধস্তি করে রাজুকে ছিনিয়ে নেয়।

শিবগঞ্জ থানার এসআই মামুন বলেন, "থানা থেকে আমিসহ ৫ জন এসআই গিয়ে আসামি রাজুকে গ্রেপ্তার করি। এসময় অনেকগুলো নারীরা আমাদের চোখেমুখে কাঁদা ছোড়ে এবং আমাদের সাথে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেন।"

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান খোলাবার্তাকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার চকভোলাখাঁ গ্রামে গিয়ে রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে। পরে হাতে হাতকড়া পরিয়ে থানায় আনার সময় গ্রামের নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুকে ছিনিয়ে নিয়ে যায়।"

তিনি আরও বলেন, "রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ভাঙচুরসহ রাজনৈতিক একাধিক মামলা রয়েছে। ঘটনার পরপরই পুলিশ রাজুকে গ্রেপ্তার ও হ্যান্ডকাফ উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত আটক বা উদ্ধার করা সম্ভব হয়নি।"


খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : দীপক কুমার কর
নির্বাহী সম্পাদক : সাইদুল ইসলাম আবির।
মোবাইল: ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৫ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত