নাটোরের গুরুদাসপুরে অসুস্থ্য ও অসহায় দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে রাশিদ-নিলু ফাউন্ডেশন। সোমবার (৬অক্টোবর) বিকেলে উপজেলার খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সহায়তা প্রদান করা হয়।জানা যায়, আমেরিকা প্রবাসী রাশিদুল ইসলামের সহায়তায় এলাকার ১৫ জন অসুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ১ লাখ টাকা অর্থ প্রদান করা হয়। গুরুদাসপুর যুববন্ধু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ।ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আমিরুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে খলিফাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম ফকির, যুববন্ধু ফাউন্ডেশনের সভাপতি রুবেল আলী প্রমুখ বক্তব্য রাখেন।বক্তরা এ মহৎ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশিদুল ইসলাম ও তার সহধর্মিনী নিলুর দীর্ঘায়ু কামনা করেন উপকারভোগীরা। রাশিদ নিলু ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার অস্বচ্ছল, অসুস্থ্য রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহযোগিতা প্রদান করে আসছে।